গাজীপুরে মলম পাটির নেতা জনতার হাতে আটক
সাগর আহমেদ::সিলেট সমাচার:: গাজীপুরের চান্দনা চৌরাস্তার বনরুপা রোডে এসে ছিন্তাই করার সময় হাতে নাতে ধরাপড়ে এক মলম পাটির নেতা ,, সরজমিনে জানাযায় ঢাকা ডেমরা থেকে আসা এক মলম পাটির নেতা তার কাছে মানুষ তল্লাসি করে অজ্ঞান করার মেডিসিন পাওয়া যায় ও সে বিভিন্ন সময় মেডিসিন দিয়ে অজ্ঞান করে টাকা পয়সা সরণের জিনিস ও মোবাইল ছিনতাই করে ও ছেলে মেয়েকে অজ্ঞান করে তার সাথে নিয়ে যায় এই ছেলে মেয়েদের কে বিভিন্ন দালান চক্রের কাছে বিক্রি করে দেয়,কখনো ছেলে মেয়ের বাবা মাকে কল দিয়ে বড় অংকের টাকা দাবি করে বাদ্য হয়ে মা বাবা টাকা দিয়ে ছেলে মেয়েকে উদ্ধার করে এসব অভিযোগ অনেক সময় পাওয়া গেছে। মলম পাটির নেতাকে বর্তমানে গাজীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।